আমাদের অন্ডকোষ অনেক ধরনের টিউমার হয়ে থাকে যার বেশিরভাগই অপারেশনের দ্বারা ভালো করা যায় ।
ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম।
যে সকল টিউমার অন্ডকোষে হতে পারে তার মধ্যে এপিডিডাইমাল সিস্ট , হাার্নিয়া, হাইড্রোসিল, ভেরিকসিল ইত্যাদি খুব বেশি হয়ে থাকে।
বেশিরভাগ টিউমারের কোন ব্যথা থাকে না। শুধুমাত্র ফোলা নিয়ে আমাদের কাছে রোগীরা উপস্থিত হয়ে থাকে।

উন্নত , সঠিক ও আধুনিক চিকিৎসার জন্য যোগাযোগ করুন
ডঃ আশিক মাহমুদ
এফ সি পি এস (সার্জারি)
সহযোগী অধ্যাপক
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
01754383940