আমাদের সবার ধারণা কিডনিতে টিউমার হলে কিডনি কেটে ফেলে দিতে হয়। কিডনিতে টিউমার হলেই কিডনি কেটে ফেলে দিতে হবে ব্যাপারটা মোটেও সেরকম নয়। আধুনিক পদ্ধতিতে অপারেশনের দ্বারা শুধুমাত্র কিডনি টিউমার অপসারণ করে ফেললে ওই টিউমার আক্রান্ত কিডনিকে সচলভাবে শরীরে রেখে দেয়া যায়। তাহলে একটি কিডনি কেটে ফেলে দেওয়ার কোন দরকার হয় না। এটিকে মেডিকেল এর ভাষায় Nephron Spearing Surgery (NSS) বলে। এরকম একটি রোগীর অপারেশনের ছবি এখানে দেয়া হল।

ইউরোলজি ও সার্জিক্যাল সমস্যার জন্য যোগাযোগ করুন।
ডাঃ আশিক মাহমুদ
এফ সি পি এস (সার্জারি)
পোস্ট গ্রেজুয়েট এডভান্স ট্রেনিং অন ইউরোলজি
সহযোগী অধ্যাপক
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
+8801754383940