পেট না কেটে, কিডনি পাথরের আধুনিক PCNL অপারেশন

কিডনিতে পাথর হওয়া সম্পর্কে মোটামুটি আমরা সবাই অবগত রয়িছি। কিডনি পাথরের চিকিৎসা বিভিন্নভাবে করা হয়ে থাকে এর মধ্যে সবথেকে বহুল প্রচলিত এবং পুরাতন পদ্ধতি হলো পেট কেটে কিডনি পাথরের অপারেশন করা। কিন্তু বর্তমানে সব কিছুর সাথে সাথে চিকিৎসা পদ্ধতি ও আধুনিক হয়ে গিয়েছে । এখন আমরা পেট না কেটে কিডনি পাথরের অপারেশন করে থাকি। পিঠে একটি ছোট্ট ছিদ্র (আনুমানিক আধা ইঞ্চি) তৈরি করে সেটি দিয়ে একটি বিশেষ যন্ত্রের সাহায্যে আমরা কিডনি পাথর অপারেশন করে থাকি যাকে PCNL অথবা PER CUTANEOUS NEPHROLITHOTOMY বলে থাকে।

এই অপারেশনের সুবিধা সমূহ :

  • পেট কাটা হয় না
  • কোন দাগ থাকে না
  • সম্পূর্ণ পাথর নিয়ে আসা যায়
  • কিডনির কোন ক্ষতি হয় না
  • রক্তক্ষরণ কম হয়
  • ব্যথা কম হয়
  • হাসপাতালে কম থাকতে হয়
  • অতি দ্রুত কাজে যোগদান করা যায়

উন্নত ও আধুনিক ইউরোলজিক্যাল চিকিৎসা নিতে আজই যোগাযোগ করুন

ডাঃ আশিক মাহমুদ
এফ সি পি এস (সার্জারি)
সহযোগী অধ্যাপক
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
01754386940
01788454545

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *